Breaking News
Home / সারাদেশ / ১০ বছর গোপন রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

১০ বছর গোপন রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্নেহাল রায় গোপনে বিয়ে করেছেন ২১ বছরের বড় এক রাজনীতিবিদকে। তার বরের নাম মাধবেন্দ্র কুমার। তিনি উত্তরপ্রদেশের একজন প্রভাবশালী নেতা। এই দম্পতি ১০ বছর আগে বিয়ে করেছিলেন।

বিয়ের খবর দীর্ঘ ১০ বছর গোপন রাখার কারণ জানিয়ে স্নেহাল রায় বলেন, ‘তারকাদের বিবাহিত জীবন প্রকাশ্যে না আনলেও চলে। তবুও বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব। আমার কাছে মনে হয়েছে এখনই এ খবর সবাইকে জানানোর উপযুক্ত সময়।’

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্নেহাল যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল ২৩ বছর। স্বামী-সংসার নিয়ে খুবই খুশি এই অভিনেত্রী। তার ভাষায়- ‘আমি খুবই আনন্দিত। আমার বরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

তাদের দশম বিবাহবার্ষিকী ছিল রবিবার (২৮ মে)। ১০ বছর ধরে বিয়ে করলেও তৃতীয়বার একসঙ্গে দিনটি উদযাপন করেছেন তারা। ব্যস্ততার কারণে একসঙ্গে দিনটি উদযাপস করতে পারেননি তারা।

প্রসঙ্গত, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহাল রায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check Also

ঋণ পরিশোধ করতে না পেরে প্রাণ দিলেন বৃদ্ধ

লক্ষ্মীপুরের রায়পুরে ঋণে জর্জরিত হয়ে সানা উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *