Home / cricket / আজ এখানে, কাল ওখানে, সাকিব বলছেন, ‘যে পারে সে সবই পারে’

আজ এখানে, কাল ওখানে, সাকিব বলছেন, ‘যে পারে সে সবই পারে’

সাকিব আল হাসান চরিত্রটা নানা কারণেই আপনাকে অবাক হতে বাধ্য করবে। যার অন্যতম একটি হল ভ্রমণ ক্লান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞাপন, মাঠের ক্রিকেট, পরিবার, সামাজিক কার্যক্রম সবকিছু সামাল দেওয়া। নিজের এই সক্ষমতা নিয়ে টাইগার অলরাউন্ডার বলছেন যে পারে সে সবই পারে।

সিলেটে চলছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সাকিব দলের সাথে যোগ দিয়েছেন কিছুটা দেরিতে। ছিলেন দুবাই, সেখান থেকে দেশে ফিরে অন্য কিছু প্রতিশ্রুতি রক্ষায় ব্যস্ত ছিলেন। ১৭ মার্চ প্রথম ওয়ানডের আগেরদিন যান সিলেটে।

১৮ মার্চ প্রথম ওয়ানডে শেষে ১৯ মার্চ ঢাকায় ফিরে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (এআইইউবি) ২১তম সমাবর্তন অনুষ্ঠানে। এই বিশ্ববিদ্যালয় থেকেই সাকিব অর্জন করেন বিবিএ তে গ্র্যাজুয়েশন।

এরপর সিলেটে ফিরে গতকাল (২০ মার্চ) খেলেছেন দ্বিতীয় ওয়ানডে। তবে আজ (২১ মার্চ) আবার ঢাকায় সাকিব। ২৩ মার্চ পরবর্তী ওয়ানডের আগে ফাঁকা সময়ে বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করেন।

এই অনুষ্ঠানেই উপস্থিত সাংবাদিক প্রশ্ন করেছেন সাকিব কীভাবে সামলান এতো কিছু?

হাসতে হাসতে টাইগার অলরাউন্ডারের উত্তর, ‘যে পারে সে সবই পারে।’

গতকাল আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আগে ব্যাট করা বাংলাদেশ ইনিংসের পরই নেমেছে বৃষ্টি। ততক্ষণে দেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেন মুশফিক। প্রায় ১৪ বছর পর মুশফিক ভেঙেছেন সাকিবের রেকর্ড।

২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকানো সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে মুশফিক হাঁকালেন ৬০ বলে। তবে এমন ম্যাচ বৃষ্টিতে না ভেসে গেলে ভালো লাগতো মুশফিকের জন্য। এমনটাই বলছেন সাকিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিতে গেলে ভালো হত অবশ্যই (ম্যাচটি)। যারা ভালো খেলেছে, তাদের জন্য (ভালো লাগতো)। বিশেষ করে মুশফিক ভাইয়ের জন্য আমার মনে হয়। কিন্তু এটা হতেই পারে (বৃষ্টি)।’

বিমানের অনুষ্ঠানে যোগ দেওয়া সাকিবকে শুনতে হয়েছে এমন প্রশ্ন, ছোটবেলায় কখনো কি পাইলট হতে চেয়েছেন?

টাইগার তারকা জানান, ‘হ্যাঁ পাইলট ছোটবেলায় হতে চাইতাম। ডাক্তারও হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি। আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে।’

বিমান বাংলাদেশের অংশ হতে পেরে গর্বিত সাকিব আরও যোগ করেন, ‘আমি খুবই আনন্দিত ও গর্বিত আজকে বিমানের অংশ হতে পেরে। সত্যি কথা বলছে যখন ছোটবেলায় খেলতাম বা বন্ধুরা মিলে আড্ডা দিতাম তখন কোনো বিমান উড়ে গেলে আমরা চেষ্টা করতাম বোঝার এটা কোন দেশের এয়ারলাইন্স।’

‘আলহামদুলিল্লাহ আজকে বিমানের সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি সামনের দিনগুলোতে বিমান আরও ভালো অবস্থানে যাবে।’

Check Also

আইপিএলে প্রাইজমানি, কে পাবে কত করে

সময়ের হিসেবে আর অপেক্ষা মাত্র এক দিনের। এরপরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *