বিশ্বের বড় বড় দলগুলো ওয়ানডেতে প্রায়ই ৩০০ ছড়ানো ইনিংস খেলে। আর এই বড় ইনিংস খেলার পথে শেষ দিকে তারা দুর্দান্ত ব্যাটিং করে যেখানে প্রায়ই ওভার প্রতি ১০ বা তার বেশি গড়ে ব্যাটিং করে।
সেই ব্যাটিংটাই এখন করতে চায় বাংলাদেশ। আগামী বিশ্বকাপকে সামনে রেখে এখন এভাবেই ব্যাটিং করতে চায় বাংলাদেশ এমনটাই জানিয়েছে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচেই ৩০০ এর বেশি রান করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করার পর দ্বিতীয় ম্যাচে তারা করেছে ৩৪৯ রান। দুটি ম্যাচেই শেষ দিকে ভালো ব্যাটিং করেছে টাইগাররা।
এই ব্যাটিং নিয়ে লিটন দাস বলেন, “ওয়ানডেতে রান খুবই গুরুত্বপূর্ণ। বড় দলগুলো প্রায়ই শেষ ১০ ওভারে ১০০ বা তার কাছাকাছি রান করে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।
“ওয়ানডে এবং টুয়েন্টিতে কিভাবে শেষ ১০ ওভারে ১০০ বা তার কাছাকাছি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং এই শুরুটা (দুই ম্যাচ) আমাদের জন্য ভালো হয়েছে।”