Home / football / হালান্ড কি পারবে ব্যালন ডি অরে মেসিকে চ্যালেঞ্জ জানাতে

হালান্ড কি পারবে ব্যালন ডি অরে মেসিকে চ্যালেঞ্জ জানাতে

এবার ব্যালন ডি অর জিতবে কে? এই প্রশ্নের উত্তরটা হয়তো অনেকেরই জানা হয়ে গেছে ইতিমধ্যেই। মেসির হাতেই ব্যালন ডি অর উঠার সম্ভাবনা বেশি থাকবে, কারণ সে বিশ্বকাপ জিতেছে।

অন্যান্য প্রতিযোগিতায় অবশ্য পিএসজি এবং মেসি ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়নস লিগে তারা ছিল বিপর্যস্ত, ফ্রেঞ্চ কাপ থেকেও বিদায় নিয়েছে। লিগের শিরোপা জেতার পথেই অবশ্য রয়ছে।

অন্যদিকে চলতি মৌসুমে গোলের মেশিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্লিং হালান্ড। ম্যাচের পর ম্যাচ গোল করেই যাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত তিনি ৪৩টি গোল করেছেন ম্যানসিটির হয়ে।

এরমধ্যে চ্যাম্পিয়নস লিগে তিনি ইতিমধ্যে ১০টি গোল করেছেন চলতি মৌসুমে যা এখনও পর্যন্ত এই আসরে সর্বোচ্চ। ২৮টি গোল করেছেন প্রিমিয়ার লিগে যা চলতি আসরে সর্বোচ্চ। বাকি গোলগুলো করেছেন অন্যান্য প্রতিযোগিতায়।

চলতি মৌসুমে ম্যানসিটি এবং হালান্ডের সামনে সুযোগ আছে ইপিএল শিরোপা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং এফএ কাপ শিরোপা জেতার। যদি এই শিরোপাগুলো জিততে পারেন তাহলে হয়তো মেসিকে চ্যালেঞ্জ জানাতে পারবেন।

Check Also

ভেঙে পড়েছেন মোহাম্মদ সালাহ

ফুটবল দুনিয়াকে বিস্মিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে লিভারপুল। চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *