Home / cricket / সেঞ্চুরি নয়, বাংলাদেশের ব্যটাসম্যানদের টার্গেট ডাবল সেঞ্চুরি

সেঞ্চুরি নয়, বাংলাদেশের ব্যটাসম্যানদের টার্গেট ডাবল সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করাটা যেকোন ব্যাটসম্যানের জন্যই বড় অর্জন। কিন্তু সেটা যদি ডাবল সেঞ্চুরিতে রুপ দেওয়া যায় তাহলে তো কথাই নেই। ওয়ানডে ক্রিকেটে এখন অবশ্য অনেক ডাবল সেঞ্চুরিয়ান রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটে অবশ্য কেউ ডাবল সেঞ্চুরিয়ান নেই। তবে এই না থাকার অপেক্ষাটা যেন এবার শেষ করার পক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা। লিটন দাসের কথাতে সেটাই প্রমান মিলল।

লিটন দাস বলেন, “আমাদের প্রথম চারজন ব্যাটসম্যানের টার্গেট ইনিংস শেষ করে আসা। এমন দিনে ডাবল সেঞ্চুরিও আসতে পারে। সেঞ্চুরি আমাদের টার্গেট নয়।

“যদি আমি কিংবা শান্ত ৪৫ ওভার পর্যন্ত থাকতে পারতাম (দ্বিতীয় ম্যাচে), তাহলে আমরা ১৫০-১৮০ রান করতে পারতাম। আমরা ভালো ব্যাটিং করছিলাম।”

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচেই বাংলাদেশের শুরুটা হয়েছে ধীরগতির। এটা নিয়ে লিটন দাস বলেন, “শুরুতে ব্যাটিং করাটা কঠিন ছিল। তবে অনেকটা সময় পর মনে হয়েছিল আমরা বিদেশের কন্ডিশনে ব্যাটিং করছি। এটা গ্রীষ্মকাল, কিন্তু বৃষ্টির কারণে মনে হয়েছিল যেন শীতকাল।”

Check Also

আইপিএলে প্রাইজমানি, কে পাবে কত করে

সময়ের হিসেবে আর অপেক্ষা মাত্র এক দিনের। এরপরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *