Home / cricket / রেকর্ডময় ম্যাচ শেষে বন্ধু তামিমকে প্রশংসায় ভাসালেন মুশফিক

রেকর্ডময় ম্যাচ শেষে বন্ধু তামিমকে প্রশংসায় ভাসালেন মুশফিক

রেকর্ডময় একটা দিন কাটল বাংলাদেশ ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়লেও আনন্দের উপলক্ষ কম আসেনি ম্যাচটিতে। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম এদিন গড়েছেন অনন্য কীর্তি।

সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম বাংলাদশি হিসেবে তামিম ইকবাল স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক। যেখানে তার নিকটে থাকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের রান যথাক্রমে ১৩ হাজার ৮৬৬ ও ১৩ হাজার ৭৩৪।

অন্যদিকে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করার পর গড়েছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বাংলাদেশও পেয়েছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস। তবে বেরসিক বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে।

তাতে কী আর আনন্দের উপলক্ষ উদযাপন থেমে থাকে। সিরিজ জয়ের জন্য অপেক্ষা তৃতীয় ম্যাচ পর্যন্ত গড়ালেও টাইগারদের চোখেমুখে ছিল সন্তুষ্টির ছাপ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ মুশফিক সমালোচকদের দিয়েছেন দারুণ জবাব। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। আর দ্বিতীয় ওয়ানডেতে তো রীতিমতো সাইক্লোন বইয়ে দিয়েছেন আইরিশ বোলারদের ওপর। হাঁকিয়েছেন দুর্দান্ত শতক।

৬০ বলে ১৪ চার ও ২ ছয়ে কাটায় কাটায় ১০০ রান করেন মুশফিক। ইনিংসের শেষ বলে শতক পূর্ণ করে ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের গড়া বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের ১৪ বছরের পুরনো রেকর্ড।

সমালোচনার পরও তার প্রতি আস্থা রাখায় এদিন মুশফিক কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করায় তাকে অভিনন্দনও জানান মুশফিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামিমকে বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে আখ্যায়িত করে মুশফিক লিখেন, মাঠে ও মাঠের বাইরে আমাকে সব সময় সমর্থন দিয়ে যাওয়ায় আজ তামিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যন্ত সামান্য যা কিছু অর্জন করেছি তার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছেন এই ভদ্রলোক। ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং আমার দৃষ্টিতে তিনিই বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ দোস্ত। ইনশাআল্লাহ, দ্রুতই সময় তোমার পক্ষে আসবে বন্ধু।

সেই পোস্টে এক মন্তব্য তামিমও অবশ্য মুশফিককে তার অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি লেখেন, ধন্যবাদ বন্ধু। আজ মাঠে তুমি অসাধারণ ছিলে।

Check Also

আইপিএলে প্রাইজমানি, কে পাবে কত করে

সময়ের হিসেবে আর অপেক্ষা মাত্র এক দিনের। এরপরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *