Breaking News
Home / সারাদেশ / দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় সাড়ে ৬১ লাখ টাকা

দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় সাড়ে ৬১ লাখ টাকা

পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর চল সবর্ত্র। স্পেনও তার ব্যতিক্রম নয়। সেখানকার একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়ালের মধ্যে লুকনো ছয়টি টিনের কৌটো উদ্ধার করেছেন সে দেশের এক ব্যবসায়ী। সেই কৌটো থেকে তিনি উদ্ধার করেন ৪৭ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় ৬১ লাখ ৩৮ হাজার ৫৯৭ টাকা। এতো টাকা উদ্ধার করার পর যারপরনাই খুশি হওয়ারই কথা ঐ ব্যক্তির। কিন্তু অর্থ উদ্ধারের আনন্দ নিমেষে বদলে যায় বিষাদে।

এই পরিমাণ মূল্য উদ্ধার করে, আনন্দে আত্মহারা হয়ে ঐ ব্যবসায়ী সোজা চলে যান সেই দেশের ব্যাঙ্কে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, উদ্ধার হওয়া নোটগুলো ২০ বছরের পুরনো এবং বাতিল। তাই কোনো ভাবে বিমিনয় করাও সম্ভব নয়। ২০০২ সালের এই নোটগুলো অনেক দিন আগেই ‘ব্যাংক অফ স্পেন’ বাতিল ঘোষণা করেছে।

ঐ ব্যক্তি বলেন, পুরনো অচল নোটগুলো নিয়ে আর কিছু করার নেই জেনেও একবার ব্যাংকের উচ্চ পদস্থ এক আধিকারিকের কাছে লিখিত ভাবে এই পরিস্থিতির কথা জানাই। তিনি বিবেচনা করে সেই পুরনো, বাতিল টাকার বিনিময়ে ৩০ লক্ষ নতুন টাকা দেওয়ার বন্দোবস্ত করেন।

চার দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঐ বাড়িটিতে এতোগুলো টাকা কীভাবে এলো, তা অবশ্য জানা যায়নি। ঐ ব্যবসায়ী বলেন, বাতাসের আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখার জন্যই হয়তো কেউ এই পরিমাণ অর্থ আলাদা আলাদা করে টিনের কৌটোয় ভরে রেখেছিলেন।

সূত্র: আনন্দবাজার

Check Also

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ দিন সময় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *