Breaking News
Home / সারাদেশ / গালি দেওয়ায় কাল হয় শিশু তিশার

গালি দেওয়ায় কাল হয় শিশু তিশার

হবিগঞ্জে শিশু তিশা আক্তার (৯) হ.ত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ক্রিকেট বল মাথায় পড়ে আ.ঘা.ত পেয়ে গালি দেওয়াই ছিলো তার মৃত্যুর কারণ।স্টাম্পের আঘা.তে তাকে হ.ত্যা করেছেন সিরাজুল ইসলাম আব্দাল (১৮) নামের এক তরুণ। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

অভিযুক্ত যুবক সদর উপজেলার ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের ছেলে।আদালতের বরাত দিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি সকালে তিশাদের বাড়ির পাশে ক্রিকেট খেলছিল সিরাজুল ইসলাম আব্দাল। খেলার সময় তার ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে তিশা তাকে গালিগালাজ করে। একপর্যায়ে সিরাজ হাতে থাকা স্টাম্প দিয়ে তিশার মাথায় আঘা.ত করেন। ঘটনাস্থলেই মারা যায় সে। সিরাজ ভয়ে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় তিশার মা বাদী হয়ে সদর মডেল থানায় মাম.লা করেন। তথ্যপ্রযুক্তি ও তদ.ন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে সিরাজই তাকে হ.ত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও কললিস্টের সূত্র ধরে মৌলভীবাজারের রাজনগর থানার কোনাগাঁও প্রেমপুর গ্রাম থেকে সিরাজকে আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

Check Also

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ দিন সময় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *