Breaking News
Home / বিনোদন / কিয়ারার গোপন তথ্য ফাঁস!

কিয়ারার গোপন তথ্য ফাঁস!

বলিউড জনপ্রিয় তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। তার গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এই তারকাদ্বয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কয়েক সপ্তাহ ধরে কান পাতলেই বলিউডজুড়ে তাদের বিয়ে নিয়ে বিভিন্ন গল্প শোনা যাচ্ছে। তাদের ভক্তদেরও বিয়ে নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। এ আলোচনার আগুনে যেন ঘি ঢেলে দিলেন সিদ্ধার্থ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, কিয়ারার কিছু বিষয় তার মোটেই ভালো লাগে না। ভালো না লাগা বিষয়গুলো সম্পর্কে সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারা অভিনীত একটি চরিত্রও ভালো নয়। প্রত্যেকটি সিনেমায় ও কাঁদছে। চোখে জল ছাড়া কোনো চরিত্রে দেখিনি ওকে। এটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার।’

আসছে ৬ ফেব্রুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। ভারতের জয়সলমে ধুমধাম করেই বিয়ে হবে। বিয়ের উৎসব শুরু হয়েছে আজ (৪ ফেব্রুয়ারি) থেকেই। এর মাঝেই তাদের ভক্তদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিয়ে কোথায় হবে- এ ছবির প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ ছবি ভক্তরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন।

সম্প্রতি ‘মিশন মজনু’ সিনেমায় রাশ্মিকা মান্দানার বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থকে। এরপরে ‘যোধা’ সিনেমাটি এবং ওটিটির প্রথম কাজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে নায়ককে।

অন্যদিকে, কিয়ারার শেষ সিনেমা ছিল ভিকি কৌশলের বিপরীতে ‘গোবিন্দ নাম মেরা’। মজার ব্যাপার হলো, সেখানে কোনো কান্নার দৃশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। তার আগে ‘যুগ যুগ জিও’তে কিংবা ‘কবীর সিংহ’সিনেমাতে বেশ কিছু আবেগঘন দৃশ্যে দেখা গেছে কিয়ারাকে।

Check Also

বাবা নেই, মা চোখে দেখতে পান না: পার্নো মিত্র

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এই অভিনেত্রীর ঝুলিতে আছে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। মোস্তফা সরওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *