Breaking News
Home / বিনোদন / হবু পুত্রবধূ কিয়ারাকে নিয়ে শাশুড়ির মুগ্ধতা

হবু পুত্রবধূ কিয়ারাকে নিয়ে শাশুড়ির মুগ্ধতা

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেল বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা। ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নানা সাজে সেজে উঠেছে হোটেলটি; বর-কনে ও তাদের পরিবারের সদস্যরা এরই মধ্যে জয়সালমীরে পৌঁছে গেছেন।

সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে বউ হয়ে যাচ্ছেন কিয়ারা আদভানি। কিন্তু সিদ্ধার্থের মায়ের কি হবু বউমাকে পছন্দ? পুত্রবধূ হিসেবে কিয়ারাকে নিয়ে কতটা আনন্দিত তিনি? শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়সালমীরে যাওয়ার আগে এয়ারপোর্টে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে খুবই স্বল্প সময় কথা বলেন তিনি। এ বিষয়ে সিদ্ধার্থের মা বলেন- আমি খুবই উচ্ছ্বসিত। এসময় সিদ্ধার্থের ভাই বলেন, আমরা দারুণ খুশি।

১০০-১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। বলিউড তারকাদের মধ্যে রয়েছেন- করন জোহর, শহিদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান প্রমুখ।

বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। হোটেল স্টাফরাও এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এমনকী বিয়ের কোনো ছবিও অতিথিরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের।

Check Also

বাবা নেই, মা চোখে দেখতে পান না: পার্নো মিত্র

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এই অভিনেত্রীর ঝুলিতে আছে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। মোস্তফা সরওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *