আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
বৃহস্পতিবার সকালে তা সামান্য বেড়ে হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি কমবে না। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
গত ৯ নভেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে সেটি সুস্পষ্ট লঘুচাপ হয়ে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে গিয়ে নিঃশেষ হয়ে যায়। পরে ১৭ নভেম্বর আরো একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে সেটি নিম্নচাপে পরিণত হয়। শেষে এটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলীয় এলাকায় গিয়ে নিঃশেষ হয়।