ডায়াবেটিস মানব দেহের জটিল রোগগুলোর মধ্যে অন্যতম। ডায়াবেটিসের প্রভাবে শরীরে আরো নানান রোগের সৃষ্টি হতে পারে। এমনকি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে অন্ধত্ববরণও হতে পারে। ডায়াবেটিসজনিত চোখের রোগ ও এর লক্ষণ নিয়ে ডক্টর টিভির সঙ্গে কথা বলেছেন ভিশন আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মো. মনিরুজ্জামান। সাক্ষাৎকার নিয়েছেন ডা. কে জান্নাত।
ডক্টর টিভি: কেমন আছেন স্যার?
ডা. মো. মনিরুজ্জামান: আলহামদুলিল্লাহ ভালো আছি।
ডক্টর টিভি: চোখের রেটিনা কি ?
ডা. মো. মনিরুজ্জামান: রেটিনা হলো একটি সংবেদনশীল পর্দা। যে পর্দার উপর ছবি তৈরি হয়, এটি ক্যামেরার সেন্সর এর মত। রেটিনার ভেতর দিয়ে অনেক সূক্ষ্ম রক্তনালী চলাচল করে। চোখের উপর যখন আলো পড়ে, এই আলো চোখের লেন্স, মণি পার হয়ে যখন পর্দার উপর এসে পড়ে, তখন এখানে ছবি তৈরি হয়, এটি রেটিনা।
ডক্টর টিভি: ডায়াবেটিসজনিত চোখের রোগ গুলো কি কি?
ডা. মো. মনিরুজ্জামান: ডায়াবেটিসের কারণে শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ রোগাক্রান্ত হতে পারে। চোখের মনি, লেন্স, রেটিনা, চোখে ছানি পড়া চোখের ইনফেকশন সবকিছুই ডায়াবেটিসের কারণে আক্রান্ত হতে পারে। যেসব রোগের কারণে মানুষ অন্ধ হয়ে যায় তারমধ্যে রেটিনোপ্যাথি একটি। ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হয়। এছাড়া ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ডক্টর টিভি: চোখে ছানি পড়া কি? ডায়াবেটিসের কারণে ছানি পড়ার সম্ভাবনা থাকে?
ডা. মো. মনিরুজ্জামান: সাধারণত বার্ধক্যের কারণে চোখে ছানি পড়ে। ছানি পড়লে চোখের সামনে যে লেন্সটি থাকে সেটি ঘোলা হয়ে যায়। তখন আলো চোখের ভেতর প্রবেশ করতে পারে না। চোখের ভেতর সবকিছু ঠিক থাকলেও চোখে ইমেজটা বা ছবিটা ঠিক মত দেখা যায় না। ডায়াবেটিসজনিত কারণেও ছানি পড়তে পারে। এর কারণ হলো অনিয়ন্ত্রিত ব্লাড সুগার। এক্ষেত্রে বার্ধক্যের আগেই চোখে ছানি পড়তে পারে।
ডক্টর টিভি: ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটিনার সমস্যাগুলোর লক্ষণ কি কি?
ডা. মো. মনিরুজ্জামান: ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি চোখে দেখতে সমস্যা হয়, এমনকি চশমা ব্যবহার করার পরেও চোখে দেখতে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে অন্য কোন সমস্যা রয়েছে। এছাড়া রোগী হঠাৎ করে চোখের সামনে কালো রংয়ের ছায়া ঘুরে বেড়াতে দেখতে পারেন। এটি চোখের ভেতরে কোন কারনে রক্তক্ষরণের ফলে হয়ে থাকে। আবার মাঝে মাঝে রোগী হঠাৎ দেখেন চোখের একটি পাশে কালো হয়ে গেছে। এমনকি একটি পাশ দেখা যাচ্ছে অন্য আরেকটি পাশ দেখা যাচ্ছে না অথবা আঁকাবাঁকা দেখা যাচ্ছে। আবার কখনো কোনো কারণ ছাড়াই চোখের ভেতর ক্ষতি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে রোগী কোন উপসর্গ নাও বুঝতে পারেন। যখন রোগী কোন লক্ষণ টের না পায় তখন তিনি ধীরে ধীরে ঝুঁকির দিকে চলে যান।
ডক্টর টিভি: ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে রেটিনার কোন ক্ষতি হতে পারে কিনা?
ডা. মো. মনিরুজ্জামান: কারো যদি ১০ বছর ধরে ডায়াবেটিস থাকে এবং সেটি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে রেটিনায় কিছু পরিবর্তন আসলেও সেটি গ্রহণযোগ্য মাত্রায়। কিন্তু যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের কারো কারো ক্ষেত্রে ৩/৪ বছর ডায়াবেটিসের মধ্যেও রেটিনা খারাপ হয়ে যায়।