Home / বাংলা টিপস / ঠোঁট কালো হওয়ার কারণ ও কালো দাগ দূর করার উপায়!

ঠোঁট কালো হওয়ার কারণ ও কালো দাগ দূর করার উপায়!

বিভিন্ন কারণে ঠোঁটের রং কালো হয়ে যেতে পারে। জীবনযাপনে অসঙ্গতি বা মেডিকেল ইস্যু, এসব কারণে লালচে ঠোঁট ক্রমে ধূসর হয়ে যায়। ঠোঁট কালো হলে তা আবার আগের রং-এ ফিরিয়ে আনারও উপায় আছে। তবে তার আগে জেনে নেওয়া যাক কী কী কারণে ঠোঁট কালো হয়।

ধূমপান: বেশিরভাগ কালো ঠোঁটের মালিক এক একজন ধূমপায়ী। সিগারেটের নিকোটিন ও বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। মেলানিন-এর কারণে ত্বকের রং কালো হয়।

অ্যাডিসনস ডিজিজ: এ রোগের কারণে হাইপার পিগমেন্টেশন ঘটতে পারে যা ঠোঁট কালো করে। শুধু ঠোঁট নয়, এ রোগের ফলে শরীরের অন্যান্য অংশও কালো হয়।

ক্যান্সার: ঠোঁটের কালো দাগ কখনো কখনো ক্যন্সারের লক্ষণ হতে পারে। কালো দাগ যদি বাড়তে থাকে এবং ক্রমশ ক্ষতের মতো হয়ে যায়, তাহলে ডাক্তার দেখানো উচিত।

যেভাবে ঠোঁটের কালো দাগ দূর করবেন
লেবু: রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটের ওপর লেবুর নরম অংশ ঘষতে হবে। এরপর সকালে উঠে ঠাণ্ডা পানি দিয়ে ধুতে হবে। দাগ দূর হওয়া পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে হবে।

লেবু ও চিনি: ওপরের মতোই একই কাজ করতে হবে। তবে এক্ষেত্রে লেবুর টুকরা আগে চিনিতে ডোবাতে হবে এবং সকালে উঠে কুসুম-গরম পানিতে ঠোঁট ধুতে হবে।

হলুদ ও দুধ: এক টেবল-চামচ দুধে হলুদের গুঁড়া মিশিয়ে ভেজা আঙুল দিয়ে তা ঠোঁটের ওপর ঘষতে হবে। পাঁচমিনিট রেখে দিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুতে হবে।

Check Also

পার্লার না গিয়ে ঘরেই খুব সহজেই করে নিন ‘পার্ল ফেসিয়াল’

লকডাউনের কারণে বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না। তাইতো বিপদে আছেন ত্বক সচেতন নারীরা। পার্লারে …

Leave a Reply

Your email address will not be published.