Breaking News
Home / বাংলা টিপস / শীতে এসির যত্ন

শীতে এসির যত্ন

গরমকালে এসি আমাদের প্রয়োজনীয় অনুষঙ্গ। কিন্তু শীতকালে এটি অবহেলা ও অযত্নে পড়ে থাকে। গরমের শেষের দিনগুলোতে রাতে শীত শীত ভাব লাগে। আর এতে ধীরে ধীরে রুমে এসির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়।

গরমে এই যন্ত্রটির বেশি প্রয়োজন হয় বিধায় অনেকে শুধু গরমকালেই এসির যত্ন নিয়ে থাকেন। কিন্তু এটি একদমই ঠিক নয়। শীতকালে এসি বন্ধ থাকলেও কোনোভাবেই এসির অযত্ন করা উচিত নয়। কারণ শীতকালে এসি বন্ধ থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন শীতে এসির যত্নে করণীয়-

• নিয়মিতভাবে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার পরীক্ষা করুন।

• এছাড়া এসির বাইরের ইউনিটের আশেপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করুন।

• এসি দীর্ঘদিন বন্ধ রাখার পূর্বে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিক এ মুড়িয়ে রাখুন।

• অবশ্যই এসির আউটডোর মেশিনটি পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত ধুলাবালি যাতে এসির ভেতরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন।

• দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শীতকাল শেষে পুনোরায় এসি চালু করার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে।

• এসির তার যদি গলে যায় কিংবা তারের কোনো অংশ কালো হয়ে যায় তাহলে টেকনিশিয়ানকে দেখাতে হবে।

• গরমকালে পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করে নিতে হবে।

Check Also

ডিমওয়ালা ইলিশ মাছ চিনবেন যেভাবে

বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় বাড়ে ইলিশ মাছের চাহিদা। স্বাদে, গন্ধে এমনকি পুষ্টির দিক দিয়েও …

Leave a Reply

Your email address will not be published.