চশমা নিয়মিত ব্যবহারের ফলে ময়লা, ছোপ পড়ে বেশি। কিন্তু সেই ময়লা পরিষ্কার করাটাও জরুরি। অনেকেই চশমার ময়লা পরিষ্কার করতে গিয়ে কাচ নষ্ট করে ফেলেন। কারণ অনেকেই জামার বা গেঞ্জির তলার কাপড় দিয়ে কাচ পরিষ্কার করে নেন। তাতে ধুল-ময়লা থাকে। সেগুলো চশমার কাচ নষ্ট করে দেয়।
• চশমা পরিষ্কার করার সবচেয়ে সহজ রাস্তা হল দাঁতের মাজন ব্যবহার করা। টুথপেস্ট কাচে ভালো করে মাখিয়ে তা ধুয়ে নিলেই চশমার কাচ পরিষ্কার।
• এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে চশমার কাচ ভালো করে পরিষ্কার করে নিতে পারেন।
• বেকিং সোডার সঙ্গে পানির বদলে ভিনেগারও মিশিয়ে নিতে পারেন। তাতে চশমা আরও ভালো করে পরিষ্কার হবে।
চশমার কাচ পরিষ্কার করার সময় মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করুন। তাতে কাচ ভালো থাকবে।