এবার সংযু’ক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই শনিবার ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। আমিরাতের জ্যোতির্বিদরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন। গতকাল বুধবার ২২ জুন সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ই’স’লা’মি মাস জিলহ’জ শুরু হতে পারে। সে হিসাবে ওইদিন হবে জিলহ’জ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন।
সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহ’জ)। মু’সলমানরা জিলহ’জ মাসের ৯ তারিখ (৮ জুলাই) আরাফাহ দিবস পালন করেন। সংযু’ক্ত আরব আমিরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে চার দিনের ছুটি (৮ জুলাই থেকে ১১ জুলাই) পাওয়া যাবে।
এদিকে প্রতিবছর জিলহ’জ মাসে সৌদি আরবের ম’ক্কায় মু’সলমানদের পবিত্র হ’জ অনুষ্ঠিত হয়। ১০ জিলহ’জ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়।