চকচকে জুতার ভেতর থেকে মোজা পরিহিত পা বের করতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে! এ নিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
মোজা ও পায়ের দুর্গন্ধ দূর করার জন্য পা ও জুতা-মোজার পরিচ্ছন্নতাই প্রথম কথা। তাই জেনে নিন, মোজার গন্ধ দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি।
> প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। সাবান-পানি দিয়ে ধোয়াই ভালো। অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ হলে আরও ভালো।
> হালকা গরম পানিতে সাবানের ফেনা করে পা ধুয়ে নিন। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।
> লেবুর রস বা দম দেয়া ঠাণ্ডা কালো চা পানিতে মিশিয়ে সে পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখলে লেবুর রস বা চায়ের এসিড জীবাণু নষ্ট করবে।
> জুতা বা মোজা পায়ে দেয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন।
> দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতর পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন।
> সুতির মোজা ব্যবহার করুন। সুতির মোজা পায়ের ঘাম শুষে করে নিতে পারে।
> প্রতিদিন ধোয়া পরিষ্কার মোজা ব্যবহার করুন। খোলা স্যান্ডেল পায়ে দিন।
> জুতা যদি পায়ে দিতেই হয়, তাহলে চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে পারবে, ফলে পা ঘামবে কম।
> বাসায় ফিরে জুতা শুকাতে দিন, এক রাতে ভালোভাবে নাও শুকাতে পারে, রোদে দিন। তাই এক জোড়া জুতাই পর পর দুই দিন পায়ে দেয়া থেকে বিরত থাকুন।
> জুতার ভেতর ট্যালকম পাউডার, বরিক এসিড পাউডার বা দুর্গন্ধনাশক ব্যবহার করতে পারেন।